রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স নেই এক মাস

লালমনিরহাট প্রতিনিধি

স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স নেই এক মাস

রোগী পরিবহনের একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে দীর্ঘ এক মাস ধরে মেরামতের জন্য গ্যারেজে থাকায় দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার রোগীরা। জেলার অন্য সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিক ও সদর হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স থাকলেও আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত একটিও নেই। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলে সরকার। আন্তঃবিভাগের রোগীদের জন্য প্রথমদিকে ২৯ শয্যার ব্যবস্থা থাকলেও পরবর্তীকালে তা ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়। দীর্ঘদিনের পুরনো এ অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক কারণে প্রায় সময়ই মাঝপথে থেমে যায়। পার্শ্ববর্তী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অনুরোধ করে অন্য অ্যাম্বুলেন্স অথবা ব্যক্তিগত ভাড়াটে গাড়িতে করে বাকি পথটুকু যেতে হতো রোগীকে। প্রায় এক মাস আগে অ্যাম্বুলেন্সটি মেরামত করতে গ্যারেজে পাঠানো হয়েছে।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলেন, রোগী পরিবহনের একমাত্র অ্যাম্বুলেন্সটি বর্তমানে মেরামত করতে গ্যারেজে পাঠানো হয়েছে। নতুন আরও একটি অ্যাম্বুলেন্সের জন্য প্রতি মাসে দুটি করে চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হলেও কোনো কাজ হচ্ছে না।

সর্বশেষ খবর