রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যাত্রীবেশে বাসে ডাকাতি চালককে মারধর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-খুলনা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলায় গতকাল ভোররাতে গোল্ডেন লাইন নামে একটি দূরপাল্লার বাসে ডাকাতি হয়েছে। যাত্রীবেশী ডাকাতরা অন্য যাত্রীদের গহনা, টাকাপয়সা,  মোবাইলফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। তাদের হামলায় বাসচালক দ্বীন ইসলাম (৪২) আহত হয়েছেন। ডাকাতি শেষে বাসটি সদর উপজেলার মাথাভাঙা এলাকায় থামিয়ে দুর্বৃত্তরা নেমে যায়। পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। ভুক্তভোগী যাত্রীদের বাড়ি বাগেরহাট, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলায়।

গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীরা জানান, ঢাকার মিরপুরের টেকনিকাল মোড় থেকে শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট ও পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা। শনিবার ভোর রাতে বাসটি বাগেরহাট পৌঁছালে যাত্রীবেশী ৭-৮ জন মুখোশ পরে অস্ত্রের মুখে অন্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, টাকাপয়সা, মোবাইল এবং কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেয়। ডাকাতরা বাসচালক দ্বীন ইসলামকে মারধর করে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল জানান, ডাকাতি হওয়া পরিবহনের চালক দ্বীন ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাত দলকে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

সর্বশেষ খবর