রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

খাল দখল করে বহুতল ভবন!

নড়াইল প্রতিনিধি

খাল দখল করে বহুতল ভবন!

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারের পাশ দিয়ে প্রবাহিত চাঁচুড়ী-পুরুলিয়া খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরকারি জমিতে একের পর এক পাকা ভবন নির্মাণ করা হলেও যেনো দেখার কেউ নেই। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল রক্ষার দাবি জানিয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন সচেতন এলাকাবাসী।

পুরুলিয়া ইউনিয়ন ভূমি অফিসসূতে জানা যায়, প্রায় ২০০ বছরের পুরনো এ খালের দক্ষিণ পাড়ে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছে প্রভাবশালীরা। পাড় দখল করে পাকা দোকানঘর ও বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে তারা। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ (চলতি দায়িত্ব) বলেন, ‘কোনোভাবেই খাল দখল করে পরিবেশের ক্ষতি করা যাবে না।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান- শিগগিরই খাল দখলদারদের উচ্ছেদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শাহানেওয়াজ তালুকদার বলেন, ‘খালের জমির মালিক আমরা নই। এ কারণে খালের জমি দখল করে স্থাপনা নির্মাণ করার বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে অবহিত করা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর