রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাঙ্গলকোট-মাহিনী-বাঙ্গড্ডা সড়কে ভোগান্তি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট-মাহিনী-বাঙ্গড্ডা সড়কটি খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে চলাচলকারীদের দুর্ভোগের শেষ নেই। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়সূত্রে জানা যায়, নাঙ্গলকোট-মাহিনী-বাঙ্গড্ডা একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে উপজেলার তিন ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করে শত শত যাত্রী ও মালবাহী যানবাহন। সড়কের বাঙ্গড্ডা, আঙ্গুলখোড়, তালতলা এবং মাহিনী বাজার থেকে ছুপুয়া বাজার হয়ে মান্দ্রা পর্যন্ত খুবই নাজুক অবস্থা। এ সব অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চলাচল। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এ সড়কটি ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। খানাখন্দে ভরা এ সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অটোরিকশাচালক ফয়েজ আহম্মেদ বলেন, সড়কটিতে গাড়ি চালাতে গিয়ে একদিকে গাড়ির ক্ষতি হচ্ছে অন্যদিকে যাত্রীরা কষ্ট পাচ্ছেন।

সড়কটি মেরামতের দুই বছরের মধ্যে কার্পেটিং উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ২০ মিনিটির রাস্তা পার হতে এখন এক ঘণ্টার বেশি সময় লাগে। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়কের মান্দ্রা থেকে মাহিনী পর্যন্ত ৫ কিলোমিটার সংস্কারের কাজ অল্প সময়ের মধ্যে শুরু হবে।

সর্বশেষ খবর