রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং আতঙ্ক

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং আতঙ্ক

আজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের স্ব-স্ব বিভাগে ক্লাস শুরু হচ্ছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য জানিয়েছেন। এদিকে র‌্যাগিং আতঙ্কে রয়েছে নবীন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ বলেন, র‌্যাগিং প্রতিরোধ করতে প্রত্যেক একাডেমিক ভবনে একজন করে সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক হলের আবাসিক শিক্ষকদের র‌্যাগিং বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেছি। র‌্যাগিংয়ের কোনো খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর