রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আবারও দখল হচ্ছে রেলের জমি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে আবারও দখল হচ্ছে রেলের জমি। গত বছরের নভেম্বরে শহরের ভানুগাছ সড়কে দুই দশমিক ৮৭ একর জমি থেকে দখলদারদের উচ্ছেদ করে রেলওয়ের এস্টেট বিভাগ। এ সময় তারা ওই জমিতে অবৈধভাবে নির্মিত তিন শতাধিক কাঁচা-পাকা দোকান ও বাসাবাড়ি ভেঙে ফেলে।

ওই অভিযানের দুই মাসের মাথায় নতুন করে শুরু হয়েছে দখল প্রক্রিয়া। রেলের জমিতে অবৈধভাবে একে একে গড়ে উঠছে দোকানপাট। খোলা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। এলাকাবাসীর দাবি, নতুন করে দখলের শুরুতেই এদের বাধা দিতে হবে। তা না হলে এই দখল প্রক্রিয়া বাড়তেই থাকবে। এক সময় রেলের পুরো জমি আবার দখলদারদের কব্জায় চলে যাবে। এস্টেট কর্মকর্তা (ঢাকা) নজরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগে জিআরপি থানায় দখলদারদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

 

সর্বশেষ খবর