রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু

রাঙামাটির বরকলে কাপ্তাই হ্রদে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রিমেশ চাকমা । বরকল উপজেলার কলাবুনিয়া এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। রিমেশ বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের স্বর্ণ কুমারের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নৌকায় করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। -রাঙামাটি প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার্থী নিহত

আড়াইহাজারে পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের এইচএসসি পরীক্ষার্থী  মিতু আক্তার (১৮) মৃত্যুর সাথে ৮ দিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৭ জানুয়ারি  মিতু তার ভাইয়ের সঙ্গে পাঁচরুখী থেকে গাউছিয়া যাওয়ার পথে কালীবাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

-আড়াইহাজার প্রতিনিধি

গাজীপুর থেকে এসি বাস সার্ভিসের উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত  বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম শনিবার বিকালে শহরের শিববাড়ি বাসস্ট্যান্ড থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসির) চেয়ারম্যান মো. এহছানে এলাহী।-গাজীপুর প্রতিনিধি

সম্মাননা

টাঙ্গাইলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ২০১৯ সালের ১০৪ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল টাঙ্গাইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম। বক্তৃতা করেন মির্জা মো. আ. মোমেন, মো. সালেহ্ উদ্দিন খান, মারুফুজ্জামান।

-টাঙ্গাইল প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ নারায়ণগঞ্জ। গতকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত চারটি ভেকু ও বুলডোজার দিয়ে এ উচ্ছেদ চালানো হয়। অভিযানের সময় নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

স্মরণসভা

প্রয়াত ভাষা সৈনিক ও সাংবাদিক মুহম্মদ মুসার স্মরণে স্মরণসভা হয়েছে। নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হলরুমে গতকাল এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। অধ্যক্ষ মো. হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাহিমা খাতুন, এ.এস.এম শফিকুল্লাহ, মিসেস নায়ার কবির প্রমুখ। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মতবিনিময়

সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান বন্ধে জামালপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বিজিবি ৩৫ ব্যাটালিয়ান। জামালপুর ৩৫ বিজিবি ক্যাম্পে গতকাল এ সভায় লে. কর্নেল এসএম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এমএ জলিল, সুলতান আলম, মদন মোহন ঘোষ প্রমুখ। -জামালপুর প্রতিনিধি

জেলের কারাদন্ড

বরিশালে আড়িয়াল খাঁ নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ হাজার মিটার চরঘেরা জালসহ দুজনকে আটক করেছে মৎস্য বিভাগ। নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় গতকাল এই অভিযান চালায় তারা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর