রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা

মেহেরপুর প্রতিনিধি

আসন্ন এসএসসি-দাখিল পরীক্ষায় গাংনী উপজেলা ১৩টি কেন্দ্র সিসিটিভির আওতায় নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমে বসেই এ সব কেন্দ্র পর্যবেক্ষণ করা যাবে। মেধাবী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আবার অনেক অভিভাবক এসএসসির কেন্দ্রগুলোতে চলতি বছর সিসিটিভি ক্যামেরা স্থাপন স্থগিত রাখার দাবি জানিয়েছেন।

গাংনীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের ফলে শিক্ষকরা যেমন ঝুঁকি থেকে বাঁচবেন, তেমনি শিক্ষার্থীরাও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারবে। কয়েক শিক্ষার্থী জানান, এটা একজন ভাল ছাত্রের জন্য সুফল বয়ে আনবে। গাংনীর ইউএনও দিলারা রহমান জানান, পরীক্ষাকেন্দ্রগুলোতে নকলমুক্ত সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সিসিটিভির আওতায় আনা হয়েছে। এ প্রক্রিয়া সফল করতে প্রায় দুই মাস আগে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মতবিনিময় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলো নকলমুক্ত করতে উপজেলা কন্ট্রোল রুমে বসেই নজরদারি করতে পারবো। তাছাড়া অনেক সময় বহিরাগতরা পরীক্ষা কেন্দ্রে ঢুকে অনেক সময় দায়িত্বরত শিক্ষকদের হুমকি-ধমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে থাকে। সেটিও এই পদ্ধতির মাধ্যমে দূর হবে। এদিকে গত শুক্রবার রাতে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান গেটের সামনে মানববন্ধন করে কয়েকজন অভিভাবক বলেন, তাদের ছেলে-মেয়েরা পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কথা শুনে ভয় পাচ্ছে। তাই চলতি বছর সিসিটিভি স্থাপন না করার দাবি জানান তারা।

সর্বশেষ খবর