রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়ির ডোপ মাঠে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। লড়াই চলে বিকাল পর্যন্ত। জমজমাট এ ষাঁড়ের লড়াই দেখতে নড়াইল ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ, খুলনা, মাগুরা ও যশোরের হাজারো মানুষ ভিড় করেছিলেন। বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশত ষাঁড় লড়াইয়ে অংশ নেয়। উল্লেখ্য, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৬ জানুয়ারি থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ১২ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু হয়েছে।

সর্বশেষ খবর