মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

১১ দফায় হাবিপ্রবিতে অচলাবস্থা

দিনাজপুর প্রতিনিধি

নিয়োগে অনিয়ম, ল্যাব-বাস সংকট, বিচারহীনতাসহ ১১ দফার দাবিতে গতকাল শিক্ষার্থী আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। প্রশাসনিক, একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনে এ দিন তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

আন্দোলনের মুখে ২০২০ শিক্ষাবর্ষের ওরিয়েনটেশন অনুষ্ঠান বাতিল হয়ে যায়।

গতকাল বন্ধ ছিল বিশ্ববিদ্যলয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম। চলাচল করেনি বিশ্ববিদ্যলয়ের পরিবহনও। সংকট নিরসনে চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে রিজেন্ট বোর্ডের সুপারিশ অনুযায়ী পদোন্নতির দাবিতে গতকালও কলমবিরতিসহ অবস্থান ধর্মঘট করছেন সহকারী প্রশাসনিক কর্মকর্তারা। এক দফা দাবিতে দেড়মাস ধরে অর্ধদিবস কলমবিরতি পালনের পাশাপাশি প্রশাসনিক ভবনের সিঁড়িতে অবস্থান কর্মসূচি করে আসছেন তারা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১০ জন কর্মকর্তা এবং ৪৯ কর্মচারি নিয়োগের বিষয়ে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইডে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ১১ দফা বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ফজলুল হক জানান, ছাত্রনেতারা যে দাবিগুলো করেছেন সেগুলো যৌক্তিক। কিন্তু চাইলেও একবারে তা সমাধান করা সম্ভব নয়। যেগুলো দ্রুত সমাধান করা সম্ভব সেগুলো করার চেষ্টা চলছে। ওরিয়েনটেশন পরে হবে বলেও জানান তিনি। রেজিস্ট্রার জানান, ‘সোমবার বিকালেই আন্দোলনকারীদের দাবি অনুযায়ী লাইবেরিয়ান পদে শিক্ষক প্রফেসর রেজাউল করিমকে অপসারণ করে একজনকে পদায়ন করা হচ্ছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারী আমিনুল ইসলামের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর