বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সমস্যায় জর্জরিত দেবেন্দ্র কলেজ

♦ ভবন-যানবাহন সংকট ♦ নেই ছাত্র হোস্টেল

কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

সমস্যায় জর্জরিত দেবেন্দ্র কলেজ

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজটি নানা সমস্যায় জর্জরিত। রয়েছে ভবন, বেঞ্চ ও নিজস্ব যানবাহন সংকট। নেই ছাত্র হোস্টেল। বেদখল রয়েছে কলেজের বহু জমি। এসব কারণে কলেজটিতে মানসম্পন্ন শিক্ষাদান ব্যাহত হচ্ছে। শিক্ষকদের ঠিকমতো ক্লাস না নেওয়ার অভিযোগও রয়েছে দীর্ঘদিন ধরে। জানা যায়, ১৯৪২ সালে রণদা প্রসাদ সাহা কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজে শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৪ হাজার। ১৭ বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। ছাত্রীদের জন্য দুটি হোস্টেল থাকলেও ছাত্রদের জন্য কোনো হোস্টেল নেই। ছাত্রদের একমাত্র হোস্টেলটি শুধু সংস্কারের অভাবে বন্ধ রয়েছে দীর্ঘদিন। ফলে ক্লাসে ছাত্র উপস্থিতি দিন দিন কমছে। শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়ার জন্য একটি পুরনো বাস রয়েছে। যা প্রায়ই নষ্ট থাকে। কলেজের বিশাল দুটি পুকুর থাকলেও সংস্কারের অভাবে তা ময়লা-আবর্জনায় ভরা। পুকুরের পাঁচটি ঘাটলাই ব্যবহারের অনুপোযোগী। শিক্ষার্থীরা জানান, সাতটি উপজেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী দেবেন্দ্র কলেজে পড়াশোনা করে। একটি বাস দিয়ে কিছুই হয় না। প্রায় প্রতিদিন গাদাগাদি করে দাঁড়িয়ে কলেজে আসা-যাওয়া করতে হয়। যানবাহনের অভাবে সময়মতো ক্লাসে আসতে পারি না। তাদের অভিযোগ, কলেজে সীমান প্রাচীর থাকলেও ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনায় আমরা আতঙ্কে থাকি। বেঞ্চ সংকটের কারণে ক্লাসে গাদাগাদি করে বসতে হয়। ঠিকমতো লেখা পর্যন্ত যায় না। এছাড়া পর্যাপ্ত টয়লেট নেই। পানির সংকট রয়েছে বহুদিন ধরে। কাগজে-কলমে কলেজের ২৩ দশমিক ৭৮ একর জায়গা থাকলেও অধিকাংশ এখন বেদখল। কেউ কেউ কলেজের জায়গা দখল করে রেখেছেন অনেকদিন ধরে। এ ব্যাপারে মামলা করা হলেও কোনো প্রতিকার হচ্ছে না। কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীন বলেন, কলেজের একমাত্র পুরনো বিআরটিসি বাসটি প্রায়ই নষ্ট হয়। কলেজের পক্ষে মেরামত করা অসম্ভব হয়ে পড়েছে। একটি পাঁচতলা ভবন নির্মিত হলেও সেখানে বেঞ্চসহ আসবাবপত্র নেই। মার্কেটিং ও ফাইন্যান্স বিভাগে নেই অনার্সের কোনো শিক্ষক। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নতুন বাস ক্রয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলেই বাস কেনা হবে। খুব তাড়াতাড়ি ছাত্রদের হোস্টেল সংস্কার করে থাকার উপযোগী করে চালু করা হবে। নানা সমস্যা থাকলেও খুব দ্রুত তার সমাধান হবে।’

সর্বশেষ খবর