বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফসলি জমিতে পুকুর খাদ্য ঘাটতির শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফসলি জমিতে পুকুর খাদ্য ঘাটতির শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে ফসলি জমিতে পুকুর খনন করে মাছ চাষের হিড়িক পড়েছে। ফলে খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা জায়, দাইপুখুরিয়া ইউনিয়নের কালোন, চ্যাংমারী ও ঘোড়াদহ এলাকায় ইতোমধ্যে প্রায় ৯৫টি পুকুর খনন করা হয়েছে। এ সব পুকুর খনন করার ফলে রবি মৌসুমে ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসন পুকুর খনন বন্ধের নির্দেশ দিলেও রাতের আধারে পুকুর কাটার অভিযোগ রয়েছে। সূত্র জানায়, বিল এলাকার ওই সব জমিতে বছরে একটিমাত্র ফসল হয়। তাতে কম আয় হওয়ায় অধিক লাভের আশায় পুকুর খননের জন্য ধানি জমি লিজ দিয়ে মালিকরা বিঘাপ্রতি বছরে ২০ হাজার টাকা পাচ্ছেন। দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু লোক কৃষকদের প্রলোভন দেখিয়ে ১০ বছর মেয়াদি লিজ নিয়ে ওই জমিতে দেদারছে পুকুর কাটছে। উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল আকতার জানান, পুকুর খনন বন্ধ ও সমস্যা সমাধানের বিষয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর