বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

১২ হাজার কর্মচারীর পদমর্যাদা বৃদ্ধির দাবি

কুমিল্লা প্রতিনিধি

১২ হাজার কর্মচারীর পদমর্যাদা বৃদ্ধির দাবি

দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির ১২ হাজারের বেশি কর্মচারী পদমর্যাদা বৃদ্ধির দাবি করেছেন। বাংলাদেশের সব কালেক্টরেটের কর্মচারীরা একযোগে কর্মবিরতি করছেন। সারা দেশের মতো বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লা শাখার উদ্যোগে মঙ্গলবারও কর্মবিরতি করে কর্মচারীরা। তাদের আন্দোলনের পলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। আন্দোলনকারী বলেন, তাদের দাবি পূরণ না হলে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সেবাগ্রহীতা লাকসামের পৌর এলাকার আবুল কালাম বলেন, ডিসি অফিসে এসে কাউকে পাচ্ছি না। স্টাফরা নাকি তাদের দাবি আদায়ে আন্দোলন করছেন। বারবার এসে কাজ করতে না পেরে ভোগান্তিতে পড়ছি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, ২০০১ সাল থেকে পদোন্নতির দাবি জানিয়ে আসছি। অনেকে দাবি আদায়ের আন্দোলন করতে করতে অবসরে গেছেন, কেউ মরে গেছেন। আমরা সারা জীবনেও একটি পদোন্নতি পাই না। বেতন স্কেল বাড়ে না। রাত ১২টা পর্যন্ত, কখনো সারা রাত কাজ করেও ওভারটাইম পাই না। জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, তাদের দাবি পূরণে স্থানীয়ভাবে কিছু করার সুযোগ নেই। কর্মবিরতিতে অফিসের কিছু সমস্যা হলেও তারা বিকালে কাজ করে তা পুষিয়ে দিচ্ছে। পূর্ণ দিবস কর্মবিরতি হলে অফিসের কাজে সমস্যা হবে।

সর্বশেষ খবর