বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চালক-হেলপারকে খালে ফেলে ট্রাকসহ ২৪ গরু ছিনতাই

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন ময়মনসিংহপাড়া গোরস্থান এলাকায় ২৪টি গরু ভর্তি একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে ট্রাকচালক, হেলপার ও দুই গরু ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। পরে হাত-পা বেঁধে তাদের পাশের খালে ফেলে দেয় তারা। তাদের উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও আহত গরু ব্যবসায়ী বিধান চন্দ্র জানান, চাঁপাইনবাবগঞ্জের আফতাবগঞ্জ হাট থেকে ৯ লাখ টাকায় ২৪টি গরু কিনে যশোরে যাচ্ছিলেন তিনি ও ব্যবসায়ী আসাদুল। পথে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন ময়মনসিংপাড়া গোরস্থান এলাকায় দুর্বৃত্তরা অপর একটি ট্রাক দিয়ে গরুভর্তি ট্রাকের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা ব্যবসায়ী ও চালকদের ওপর হামলা করে। তাদের হাত বেঁধে, মুখে টেপ দিয়ে পানিতে ফেলে দিয়ে পাবনার দিকে গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। নাটারের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গরুভর্তি ট্রাক উদ্ধার ও দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ট্রাকেরচালক ও হেলপারকেও নজরদারিতে রাখা হয়েছে।

সর্বশেষ খবর