শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কারাতে প্রশিক্ষণে আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কারাতে প্রশিক্ষণে আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের

করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে কারাতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরা

কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা কারাতে প্রশিক্ষণ নিচ্ছে। দিন দিনই এর প্রতি আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। করিমগঞ্জ সরকারি কলেজমাঠে প্রতি শুক্রবার বিকালে চলে এ প্রশিক্ষণ।  ঢাকার ডায়মন্ড মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের তত্ত্বাবধানে ৪০ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ব্ল্যাক বেল্টপ্রাপ্তি পর্যন্ত দুই বছর মেয়াদি চলবে এ প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীরা জানান, শারীরিক সুস্থতা, আত্মরক্ষা ও ভবিষ্যতে ভালো খেলোয়াড় হওয়ার ইচ্ছা থেকেই মূলত প্রশিক্ষণ নিচ্ছেন তারা। ৬০০ টাকা ভর্তি ফি এবং মাসিক ৫০০ টাকায় এ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন তারা। প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৩০ জন ছাত্র ও ১০ জন ছাত্রী। ডায়মন্ড মার্শাল আর্টের প্রশিক্ষক রুহুল আমীন জানান, উন্মুক্ত পর্যায়ে কারাতে প্রশিক্ষণ কিশোরগঞ্জে এটাই প্রথম। প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে ভবিষ্যতে কারাতে টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এছাড়া জেলার সর্বত্র কারাতে প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। সহকারী প্রশিক্ষক ইভা ইয়াসমিন দিশা জানান, আমাদের সমাজে মেয়েরাই বেশি নিরাপত্তাহীন। মেয়েদের নিজ যোগ্যতায় এগিয়ে যেতে হলে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উচ্চ বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে কারাতে বিষয়টি অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন। সুশৃঙ্খল ও উন্নত জাতি গঠনে কারাতে প্রশিক্ষণ অপরিহার্য বলে তারা মনে করেন।

সর্বশেষ খবর