শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ সদস্য গ্রেফতার

বগুড়া ও রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর- বগুড়া : র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে বুধবার রাতে জেলার ইসলামপুর হরিগাড়ি গ্রাম থেকে আটক করেছে। আটকরা হলেন- নিশাত আনাম (১৯) ও সৈকত ইসলাম (২১)। র‌্যাব সূত্রে জানানো হয়, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তাদের সক্রিয় সদস্য রয়েছে। তারা বিভিন্ন নামে ভুয়া একাউন্ট খুলে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখে আসছিল। ইতিমধ্যে তারা মোবাইলের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকাও গ্রহণ করেছে। আটকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর : রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে নাহিদ নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার রাতে রংপুর মহানগরীর তাজহাট থানার রংপুর-ঢাকা মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাহিদের বাড়ি বিনোদপুর এলাকায়।

সর্বশেষ খবর