শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্রিজটি আজও মেরামত হয়নি

কুমিল্লা প্রতিনিধি

ব্রিজটি আজও মেরামত হয়নি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এগারগ্রাম বাজারের পাশের ব্রিজটি আট বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তার উপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। যে কোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জানা যায়, এই ব্রিজ দিয়ে ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারের ৩০ গ্রামের মানুষ যাতায়াত করে। ব্রিজের ভাঙা অংশে বাঁশ দিয়ে রাখা হয়েছে। এগারগ্রামের বাসিন্দা মোহাম্মদ শরীফ বলেন, ‘কালিকাপুর-পীরগঞ্জ এই সড়ক সিলেট মহাসড়কে সংযুক্ত হয়েছে। এই সড়কের এগারগ্রাম বাজারের ব্রিজটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভেঙে পড়তে পারে।’ সিএনজি অটোরিকশার চালকদের নেতা জামাল মিয়া জানান- ‘এগারগ্রামের ব্রিজটি আট বছর ধরে ভেঙে পড়ে আছে। দুই বছর আগে আমরা ১৬ হাজার টাকা চাঁদা তুলে সংস্কার করেছি। আর সড়কটির অবস্থাও খারাপ।’ স্থানীয় ইউছুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফা কামাল চৌধুরী বলেন, ‘টেন্ডারে রাস্তার সঙ্গে ব্রিজটিও অন্তর্ভুক্ত আছে। চলতি মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।’ দেবিদ্বার উপজেলা প্রকৌশলী শাহ আলম বলেন, ‘কিছু দিন চলার জন্য আমরা ব্রিজটি সাময়িক সংস্কার করে দেবো। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ খবর