শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কাজের মেয়াদ প্রায় শেষ তবু শুরুই হয়নি নির্মাণ

নাটোর প্রতিনিধি

কাজের মেয়াদ প্রায় শেষ তবু শুরুই হয়নি নির্মাণ

বড়াইগ্রামে খানাখন্দে ভরা সড়কে গতকাল সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি

নাটোরের বড়াইগ্রামে কাজের মেয়াদ প্রায় শেষ হলেও এখনো শুরুই হয়নি ২৫ কিলোমিটার সড়ক নির্মাণ। ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা প্রকৌশলীর দফতর থেকে ঠিকাদারদের বারবার তাগাদা দিয়েও কাজে যাচ্ছে না। সম্প্রতি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায়ও বিষয়টি তুলে ধরেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উপজেলা প্রকৌশলীর দফতর সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম কনস্ট্রাকশন চান্দাই হাট থেকে সাহেব বাজার পর্যন্ত ২, কয়েন থেকে মশিন্দা পর্যন্ত ১.১, জোনাইল থেকে ইন্দ্রাপাড়া পর্যন্ত ২, চান্দাই কাশেম সরকারের বাড়ি থেকে চিকনাই নদী পর্যন্ত দশমিক ৫ কিমি, মেসার্স এমএন ট্রেডার্স বাগডোব হাট থেকে বনপাড়া ২, চৌমুহান থেকে দিঘইর ২.১৫, খাকসা তেঁতুল তলা থেকে দিঘলকান্দি ১.৮ কিমি এবং গুরুদাসপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার ট্রেডার্স চারটি কাজের ৮ কিমি ও অন্যদের থেকে কিনে নেওয়া ৫ কিমি সড়ক পাকাকরণ কাজের কার্যাদেশ পায় গত বছর মার্চে। কার্যাদেশের মেয়াদ চলতি জানুয়ারিতে শেষ হবে। ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো কাজ শুরু না করে এখন প্রকৌশলীর দফতরে ঘুরছেন মেয়াদ বৃদ্ধির জন্য। এ বিষয়ে মেসার্স ইসলাম কনস্ট্রাকশনের পার্টনার সোহেল রানা এবং এমএ ট্রেডার্সের পরিচালক মীর্জা খোকনের সঙ্গে কথা বলতে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। আনোয়ার ট্রেডার্সের পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে। দু-একদিনের মধ্যেই কাজ শুরু করব।’ উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম জানান, ঠিকাদাররা বার বার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। এলজিইডি নাটোরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ঠিকাদাররা দ্রুত কাজ শুরু না করলে প্রয়োজনে কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। স্থানীয় এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণœœ হচ্ছে। এটা মানা যায় না।’

সর্বশেষ খবর