শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গ্রাহকের টাকা নিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা গ্রাহকদের প্রায় ১০ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন ওই এনজিওতে সঞ্চয় রাখা কমপক্ষে ৭০ জন গ্রাহক। স্থানীয় সূত্র জানায়, আদ্-দ্বীন ওয়েলফেয়ার নামে একটি বেসরকারি সংস্থা ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকার ঠিকানা দিয়ে সম্প্রতি কার্যক্রম শুরু করে। ধুনটের মাটিকোড়া, উল্লাপাড়া, বেলকুচি, পৌর এলাকার ভরনশাহী, পারধুনটসহ কয়েকটি গ্রামে সাধারণ ঋণ, গাভী ক্রয়, বিভিন্ন যন্ত্র ও সিএনজি চালিত অটোরিকশা কিনতে ঋণ দেওয়ার ঘোষণা দেন এনজিও কর্মকর্তরা। তারা প্রায় ৩০০ জনকে সদস্য করেন। এরমধ্যে ৭০ জনকে ১ লাখ টাকা করে  দেওয়ার কথা বলে ১০ হাজার করে এবং ২ লাখ টাকার জন্য ২০ হাজার করে জমা নেওয়া হয়। গতকাল গ্রাহকদের ঋণ দেওয়ার কথা ছিল। এ অবস্থায় কিছু না জানিয়েই বুধবার সন্ধ্যায় এনজিও কর্মকর্তারা এলাকা ছেড়ে যান।

কয়েক গ্রাহক জানান, বুধবার বিকাল থেকে যোগাযোগের চেষ্টা করেও ওই সংস্থার নামে ব্যবহৃত নাম্বারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ধুনট থানার ওসি জানান, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কোনো গ্রাহক লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর