শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

১৫ মাস পর দেশে ফিরল স্কুলছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি

হাতীবান্ধা উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রী ভারতে পাচারের ১৫ মাস পর দেশে ফিরেছে। ভারতীয় পুলিশ গতকাল বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাকে বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে। ২০১৮ সালের ১৪ অক্টোবর তাকে ভারতে পাচার করা হয়েছিল। হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়েছিল মেয়েটিকে। পরে তাকে ভারতে পাচার করা হয়।

২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর শিলিগুড়ির পায়েল সিনেমা হলের কাছ থেকে তাকে উদ্ধার করে ভারতীয় পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত।

সর্বশেষ খবর