শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহরাই উৎসব

নওগাঁ প্রতিনিধি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহরাই উৎসব

নওগাঁয় সহরাই উৎসবে নৃত্য পরিবেশন করছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল সম্প্রদায়ের সহরাই উৎসব হয়েছে নওগাঁর বরেন্দ্র অঞ্চল পোরশায়। ঐতিহাসিক সহরাই উৎসব উপলক্ষে গতকাল দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সহরাই উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি যুব প্রতিনিধি অংশ নেন। সহরাই উৎসব উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়। মহিন্দ্র পাহানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তাজুল ইসলাম শাহ। আলোচনা সভা শেষে বিভিন্ন গ্রাম থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষরা ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করেন।

সর্বশেষ খবর