শিরোনাম
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিস্তা ব্যারাজে সেচ কার্যক্রম শুরু

রংপুর প্রতিনিধি

তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এলাকায় চলতি রবি ও খরিপ-১ মৌসুমে সেচ কার্যক্রম শুরু হয়েছে। হাজিরহাট এলাকায় গতকাল আনুষ্ঠানিকভাবে সেচ কার্যক্রম শুরু করে রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ সময় পাউবো উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ বলেন, তিস্তা নদীর আগের রূপে ফিরিয়ে আনার জন্য খনন কাজ চলছে। বিগত সময়ের মতো এবারও কৃষকদের চাহিদা মতো সেচ দিতে পারব। শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ থাকবে ৫-৬ হাজার কিউসেক। এই প্রবাহ অব্যাহত থাকলে প্রায় ৫০ হাজার হেক্টর জমি সেচ পাবে। রেজাউল করিম দোদুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন হারুন-অর-রশিদ, আবদুস শহীদ প্রমুখ।

সর্বশেষ খবর