রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ভাঙচুর লুট

নড়াইল প্রতিনিধি

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার গ-ব ও চালিঘাট গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২০ বাড়ি, দুটি দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে ৮ জনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। জানা যায়, গ-ব ও চালিঘাট গ্রামের আধিপত্য নিয়ে জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব ও ছলেমান মেম্বারের লোকদের সঙ্গে মিরাজ মোল্যা ও মোস্ত মোল্যার লোকদের বিরোধ চলছে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছলেমান ও জিরু শেখ আহত হন। রাত ১১টার দিকে বিপ্লব ও ছলেমান মেম্বারের লোকজন প্রতিপক্ষের গ-ব গ্রামের শামীম ও ইউসুফের দোকান এবং একই  গ্রামের আলম, চুন্নু, কোবাদ, জাকির, ওবায়দুর, খবির, মাহমুদ, মটুক, হাসমতের এবং চালিঘাট গ্রামের শরিফুল, বাশার, হায়াতুর, রিজাউল ও ছাইফারের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। তাদের হামলায় আহত হন ১৩ জন। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গ্রাম দুটিতে উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে রয়েছে গ্রামের মহিলা ও শিশুরা। লোহাগড়া থানার ওসি জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে মোমরেজ মোল্যার বাড়ি থেকে আটজনকে আটক করা হয়েছে। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১২টি সড়কি, ৯টি ঢাল, ৭টি ছোরা। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর