রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নওগাঁ প্রতিনিধি

আলুর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নওগাঁয় খেত থেকে আলু তোলায় ব্যস্ত চাষিরা

আলুর ভালো ফলন ও দাম বেশি পেয়ে খুশি নওগাঁর কৃষক। কৃষকরা আমন কাটার পর ওই জমিতে আলু চাষ করে অতিরিক্ত অর্থ আয় করছেন। জেলায় প্রধান অর্থকরী ফসল ধান। এর পাশাপাশি সবজির আবাদও হয়ে থাকে। গত ইরি বোরো এবং চলতি আমন মৌসুমে কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ হয়ে পড়েন।

অনেক কৃষক ধান চাষ ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নেন। কিন্তু কৃষি বিভাগের অনুপ্রেরণায় অনেক কৃষক ধানের জমিতে এবার আলু চাষ করেন। বর্তমানে আলু খেত থেকে উঠতে শুরু করেছে। বিভিন্ন এলাকার পাইকাররা জমিতে গিয়ে গাছসহ আলু ক্রয় করে শ্রমিক দিয়ে আলু উত্তোলন করছেন।

সর্বশেষ খবর