রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অভিযোগ করায় বাড়িছাড়া!

দাউদকান্দি প্রতিনিধি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় সাবেক ইউপি সদস্য বাড়ি ফিরতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগটি খতিয়ে দেখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রাম পরিদর্শন করেছেন। সাবেক ইউপি সদস্য সাইফুল দীর্ঘ দিন থেকে স্থানীয় মানিককান্দি রাস্তা সংলগ্ন প্রায় দুই একর জমি কিনে বাগান, বাড়ি ও বিল্ডিং নির্মাণ করে বসবাস করে আসছেন। সাইফুলের অভিযোগ, রাস্তা বর্ধিত করার নামে তার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, ছেলে সোহরাবকে পিটিয়ে আহত ও চারটি মৎস্য প্রকল্পের মাছ লুট করা হয়েছে। এ সব ব্যাপারে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করায় প্রাণনাশের হুমকির মুখে তিনি পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, জনস্বার্থে সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া আমার বিরুদ্ধে আনা অন্য সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইউপি চেয়ারম্যান ও সাইফুল ইসলামের মধ্যে ২৫টি মামলা চলমান। প্রসঙ্গত, গত মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর