রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বন্ধ হলো সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার বাগমারা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। ইউএনও জানান, মোবাইল ফোনে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ওসিকে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে যাই। পিএসসি সার্টিফিকেট, রেজিস্ট্রার ও ভর্তির বইয়ের বিবরণ ও প্রত্যায়নপত্র যাচাই করে মেয়েটির বয়স মাত্র তের বছর হওয়ায় বিয়ে বন্ধ করে দেই।

স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্যদের উপস্থিতিতে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে মেয়েটির মা ও চাচার মুচলেকা নিয়ে জেল-জরিমানা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর