রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

৪১ ইভেন্টে অংশ নিয়েছে ৩৫০ প্রতিযোগী

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাবনা প্রতিনিধি

পাবনার ‘স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকালে স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। স্কুলের ৩৫০ প্রতিযোগী ৪১টি ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অঞ্জন চৌধুরী পিন্টুসহ অন্য অতিথিরা। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার মিলি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা চেম্বারের সভাপতি এবং ক্রিকেট বোর্ডের পরিচালক মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি ও জেলা যুবলীগ আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আবদুল মতীন খান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর