রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাটোরে অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘট

নাটোর প্রতিনিধি

নাটোরে অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘট

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) লাশ ও রোগী জিম্মি করে গড়ে ওঠা সিন্ডিকেটের হয়রানি, চাঁদাবাজির প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা।

নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে অবিলম্বে ওই সিন্ডিকেট ও দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পর ওই রোগী মারা গেলে লাশ আনতে অথবা ওই রোগীকে পুনরায় ফেরত আনতে গেলে সেখানকার অ্যাম্বুলেন্স চালকরা ৭-১০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে মারধরসহ নানা  নির্যাতনের শিকার হতে হয়। এর প্রতিবাদে গত ৫ দিন ধরে লাগাতার ধর্মঘট পালন করছে নাটোরের অ্যাম্বুলেন্স চালকরা।

সর্বশেষ খবর