রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফেসবুকে এসএসসির প্রশ্ন সরবরাহের প্রচার চালানোয় গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ২০২০ সালের মাধ্যমিক ও দাখিল পরীক্ষার মূল প্রশ্নের কপি সরবরাহের প্রচার চালানোর অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়ে। গ্রেফতার সোহেল হোসেন আমান বগুড়ার ধুনট থানার এলাঙ্গী এলাকার মো. শহীদুল হকের ছেলে। সে স্থানীয় ভাওয়াল বদরে আলম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পরিদর্শক নন্দলাল চৌধুরী জানান, সম্প্রতি ‘নাহিয়ান সানভি’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২০২০-এর মাধ্যমিক ও দাখিল পরীক্ষার মূল বোর্ড প্রশ্নের কপি আগাম প্রদান করা হবে বলে প্রচারণা চালানো হয়। এতে একটি মোবাইল নম্বর ও একটি বিকাশ একাউন্ট নম্বর উল্লেখ করে তাতে বলা হয়েছে ‘এসএসসি পরীক্ষার-২০২০-এর প্রশ্ন যাদের লাগবে তারা দ্রুত ম্যাসেজ দাও। অল বোর্ড ১০০% প্রশ্নের মূলকপি সরবরাহ করা হবে। দাখিল পরীক্ষা-২০২০-এর ১০০% প্রশ্ন যাদের লাগবে তারা বিকাশে টাকা পাঠিয়ে ইনবক্সে যোগাযোগ করো। এসব প্রশ্ন নিতে হলে রিয়েল আইডি দিয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে ম্যাসেজ দাও, মর্মে একটি পোস্ট দেওয়া হয়। পরে মোবাইল ফোনের সূত্রধরে ওই আইডির ব্যবহারকারী আমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে ‘নাহিয়ান সানভি’ নামের ফেসবুক আইডিটির ব্যবহারকারী সে নিজেই। পোস্টের উল্লিখিত লেখা এবং বিকাশ একাউন্টও তার নিজের। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র প্রদানের কথা বলে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাসন থানায় এসআই মো. সাখাওয়াত ইমতিয়াজ বাদী হয়ে শুক্রবার রাতেই মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর