সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নানা সংকটে নীলফামারী সরকারি বালিকা বিদ্যালয়

নীলফামারী প্রতিনিধি

নানা সংকটে নীলফামারী সরকারি বালিকা বিদ্যালয়

শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে নেই কোনো ছাত্রীনিবাস। অভাব রয়েছে একাডেমিক ভবন এবং কম্পিউটার ল্যাবেরও। বিদ্যালয় সূত্র জানিয়েছে, ৫২ জন শিক্ষকের মধ্যে এখানে কর্মরত আছেন ৪৫ জন। ভৌত বিজ্ঞানে চারজনের স্থলে তিনজন থাকলেও নেই ধর্মীয় ও চারুকারু বিষয়ের কোনো শিক্ষক। নেই লাইব্রেরিয়ান। কম্পিউটার থাকলেও পদ সৃষ্টি হয়নি ল্যাব সহকারীর। ১৯৪৫ সালে স্থাপিত এ বিদ্যালয়টি ১৯৭০ সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে প্রভাতী ও দিবা শাখায় অধ্যয়ন করছে ১ হাজার ৩০০ ছাত্রী। সহকারী শিক্ষক স্বপন কুমার বলেন, দূর-দূরান্ত থেকে এসে এখানে পড়াশোনা করে অনেকে। ছাত্রীনিবাস না থাকায় এই ছাত্রীদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। বিদ্যালয়ে নেই অডিটোরিয়াম কিংবা সম্মেলন কক্ষ। শিক্ষক ইদ্রিস আলী বলেন, আইসিটি ল্যাব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখানে নেই ল্যাব সহকারীর পদ। নেই পর্যাপ্ত কম্পিউটারও। প্রধান শিক্ষক শাহের বানু জানান, ধর্মীয়, চারুকারু, ভৌত বিজ্ঞানের শিক্ষকের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়নি।

 এছাড়া ছাত্রীনিবাস এবং একাডেমিক ভবনের জন্য সংশ্লিস্টদের জানিয়েও সুফল মিলছে না। শিক্ষা প্রকৌশল অধিদফতর-নীলফামারীর সহকারী প্রকৌশলী আবু তাহের বলেন, বিদ্যালয়টিতে ছয়তলা ভবন নির্মাণ করা হবে। মাটি পরীক্ষাসহ কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী জুনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর