শিরোনাম
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বন্য মহিষের আক্রমণে বৃদ্ধার মৃত্যু, আহত ১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্তবর্তী গ্রাম গৌরাঙ্গলায় গতকাল বন্য মহিষের আক্রমণে সাদিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভারতের ত্রিপুরার পাহাড় থেকে আসা এ মহিষটির আক্রমণে আহত হয়েছেন নারী ও শিশুসহ ১২ জন। নিহত সাদিয়া গৌরাঙ্গলা গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। গুরুতর আহতদের দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে একজনকে কুমিল্লা পাঠানো হয়েছে। মহিষটিকে বিজিবি এবং স্থানীয় জনতা আটক করে জবাই করেছে। জানা যায়, রবিবার সকাল ৯টায় সীমান্তবর্তী গ্রাম গৌরাঙ্গলায় ত্রিপুরার পাহাড় থেকে একটি বন্য মহিষ নেমে আসে। প্রায় দুই ঘণ্টা তা-ব চালায় মহিষটি। এতে সাদিয়াসহ ১৩ জন আহত হন। গুরুতর আহত সাদিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একপর্যায়ে শত শত জনতা মহিষটিকে কাবু করতে আক্রমণ চালায়। মহিষটি দুর্বল হয়ে ভারত সীমান্তের শূন্য রেখায় কাটা তারের কাছে পড়ে যায়। তখন স্থানীয়রা মহিষটিকে জবাই করে। পরে ভারতের আশাবাড়ি ক্যাম্পের বিএসএফ কমান্ডার ও কসবার ইউএনও মাসুদ উল আলম বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিস্তারিত শুনে বিএসএফ জবাই করা মহিষটি নিহতের পরিবারকে দেয়। ইউএনও বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে।

সর্বশেষ খবর