সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য হুমকি’

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী  মো. শাহাব উদ্দিন বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য হুমকি। সমুদ্রপৃষ্টের পানির উচ্চতা বৃদ্ধির ফলে হুমকিতে থাকা বিশ্বের দশটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তন রোধে আমাদের বৃক্ষনিধন বন্ধ করে বৃক্ষরোপণ করতে হবে। এ ছাড়া প্লাস্টিক, পলিথিন ও পরিবেশ দূষণকারী জিনিস বর্জন করে পাটের জিনিস ব্যবহার করতে হবে। গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওরিয়েন্টেশনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। বিকালে ‘এ’ ইউনিটের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী।

সর্বশেষ খবর