সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

স্থিরচিত্র প্রদর্শনী

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর স্থিরচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। ছাত্র ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় শাখা এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩৫০ স্থিরচিত্র স্থান পেয়েছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ মো. আবু হোসেন এ প্রদর্শনীর উদ্বোধন করেন। -গোপালগঞ্জ প্রতিনিধি

বখাটেকে গণধোলাই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নাসির উদ্দিন (২৪) নামে এক বখাটেকে গতকাল গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফুর রহমান তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। সাজাপ্রাপ্ত নাসির উদ্দিন আদর্শপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।

-কিশোরগঞ্জ প্রতিনিধি

মেঘনায় সেরা সভাপতি ইমাম, শিক্ষিকা রহিমা

কুমিল্লার মেঘনা উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যান্য বছরের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে পিএসসিতে সেরা ফলাফল অর্জন করেছে। এ ছাড়া বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমাম সেরা সভাপতি ও প্রধান শিক্ষিকা রহিমা আক্তার উপজেলা পর্যায়ে সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ইমামকে গতকাল স্থানীয় মুগারচরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

-দাউদকান্দি প্রতিনিধি

সংবর্ধনা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলামকে নির্বাচিত করায় গতকাল উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে  কাঞ্চন-মায়ারবাড়ি কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে  এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হান্নান ভূইয়া, সফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলম বাদশা, কাঞ্চন পৌর নেতা আলী খাঁন, মনির হোসেন প্রমুখ। -রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর