সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্যানেল মেয়রসহ ১৪ জনের নামে চার্জশিট

বিএনপি নেতা হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জেলা বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলায় বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলামকে প্রধান করে ১৪ জনের নামে চার্জশিট দাখিল করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় তদন্তকালে এজাহারভুক্ত একজনকে বাদ দিয়ে নতুন করে আরও ৯ জনকে আসামি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমবার হোসেন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয় মোট ১৪ আসামির মধ্যে পাঁচজন গ্রেফতার ও ৯ জন পলাতক রয়েছেন। পুলিশ পরিদর্শক আমবার হোসেন বলেন, গ্রেফতার ৫ জনের মধ্যে আমিনুল ছাড়া অন্য চারজন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তদন্তকালে মাহমুদ নামে এক আসামির সম্পৃক্ততা পুলিশ খুঁজে পায়নি। এজাহারনামীয় ৫ জন আসামি ছাড়া আরও ৯ জনের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের জেরে আমিনুল ইসলামের পরিকল্পনায় শাহীনকে হত্যা করা হয়। উল্লেখ্য, গত বছরের ১৪ এপ্রিল রাতে বগুড়া উপশহর বাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মাহবুব আলম শাহীনকে। তিনি বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আইনজীবী ও পরিবহন ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী প্যানেল মেয়র আমিনুল ইসলামসহ ৬ জনের নামে সদর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর