সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি হোটেল কর্মচারী!

নাটোর প্রতিনিধি

সর্বোচ্চ ডিগ্রি (এমএ) লাভ করেছেন তিনি। হন্যে হয়ে খুঁজেছেন চাকরি। ভাগ্যের নির্মম পরিহাসÑ যোগ্যতা অনুযায়ী তার চাকরি মেলেনি। এখন তিনি কাজ নিয়েছেন খাবার হোটেলের থালাবাসন মাজার। রাত থেকে সকাল পর্যন্ত ১২ ঘণ্টা থালাবাসন ধোওয়ার কাজ করেন। বিনিময়ে প্রতিদিন ৩০০ টাকা পান। এই দিয়ে চলে চার সদস্যের (মা, বাকপ্রতিবন্ধী স্ত্রী ও চার বছরের ছেলে) সংসার। হতভাগা যুবকের নাম নজরুল ইসলাম। বাড়ি নাটোর সদর উপজেলার বড়বড়িয়া গ্রামে।

আট ভাই আর ছয় বোনের মধ্যে নজরুল সবার ছোট। কৃষক বাবার মৃত্যুর পর অন্যের জমিতে খেতমজুর হিসেবে কাজ করে চালিয়েছেন নিজের পড়াশোনার খরচ। নজরুল ইসলাম বলেনÑ ২০১৬ সালে নাটোর এনএস সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে এমএ পাস করেন তিনি।  এরপর কিছুদিন স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেছেন। পাশাপাশি বাড়তি আয়ের জন্য অন্যের জমিতে কাজ করছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করে ব্যাংক ড্রাফট আর পে অর্ডার করতে গিয়ে অনেক টাকা খুইয়েছেন। তিনি বলেন, বেসরকারি স্কুল-কলেজে চাকরির আবেদন করলেই ১০-১২ লাখ টাকা ডোনেশন চায়।

সর্বশেষ খবর