শিরোনাম
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেত শিল্প

দিনাজপুর প্রতিনিধি

হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেত শিল্প

দিনাজপুরের ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প হারিয়ে যাওয়ার পথে। বাঁশ আর বেতকে জীবিকার বাহক হিসেবে এখনো যারা এ শিল্প আঁকড়ে রেখেছেন তারাও ভালো নেই। প্লাাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিলের পণ্যের বাজারে দিন দিন চাহিদা কমছে বাঁশ আর বেত দিয়ে তৈরি পণ্যের। দিনাজপুরে এক সময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থলি, কৃষি ও ব্যবসার কাছে বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার হতো। বাসা-বাড়ি, অফিস-আদালত সবখানে দেখা যেত বাঁশ-বেতের তৈরি আসবাবপত্র। বর্তমানে স¦ল্প দামে হাতের নাগালে প্লাস্টিক সামগ্রী পাওয়ায় এ শিল্পের চাহিদা কমেছে।

দিনাজপুরের নরেশ, কুতুয়া মুর্মুসহ কয়েকজন বেত ও বাঁশ শিল্প কারিগর জানান, বিনাসুদে ব্যাংক ঋণ সুবিধাসহ বাজারে সরবরাহের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা ঘুরে দাঁড়াতে পারবেন।

সর্বশেষ খবর