সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শ্রীপুরে কৃষকের টাকা হাতিয়ে নিল পুলিশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে কৃষক কফিল উদ্দিনকে গ্রেফতারের ভয় দেখিয়ে সাড়ে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইয়েদুর রহমান। কফিল উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক কফিল জানান, তার চাচাতো ভাই আব্দুল আজিজ তার জমির ওপর চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করছে। এ ঘটনায় উল্টো আজিজ কৃষক কফিল ও তার ভাই মমিনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে এএসআই সাইয়েদুর রহমান শনিবার সন্ধ্যায় সোহাদিয়া গ্রামে তদন্তে যায়। সেখানে কফিলকে সামনে পেয়ে তাকে কিল ঘুষি মেরে হাতকড়া পরিয়ে পুলিশের অটোতে তোলে। পরে সাতখামাইর বাজারের কাছে এনে কফিলের কাছে অটো ভাড়াবাবদ ৫০০ টাকা ও অতিরিক্ত পাঁচ হাজার টাকা রেখে এএসআই সাইয়েদুর রহমান হাতকড়া খুলে তাকে ছেড়ে দেয়।

এএসআই সাইয়েদুর রহমান জানান, তিনি ঘটনা তদন্ত করতে গিয়েছিলেন। এ ধরনের কোনো ঘটনা ঘটাননি। তিনি সাংবাদিককে রাতে তার সঙ্গে সাক্ষাত করার অনুরোধ করে বলেন ‘পুলিশ ও সাংবাদিক ভাই ভাই।’

সর্বশেষ খবর