মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নার্সই ভরসা ভর্তি রোগীদের

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবায় একমাত্র ভরসা নার্স। প্রতিদিন সকালে একবার রাউন্ড দেন একজন ডাক্তার। বাকি দিন-রাত নার্সরাই সেবা দিচ্ছেন। কোনো রোগীর অবস্থা খারাপ হলে তাকে ডাক্তারের জন্য অপেক্ষা করতে হয় পরদিন সকাল পর্যন্ত। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার হাসপাতালটি ২০১৯ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। তবে শুরু থেকে চিকিৎসক সংকটসহ নানা সংকট রয়েছে এ হাসপাতালে। খাবারে নি¤œমান এবং অপরিছন্ন পরিবেশের অভিযোগ তো আছেই। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ইনডোরে ভর্তি রোগীদের প্রতিদিন শুধু সকালে একজন ডাক্তার  দেখে যান। এরপর দিন-রাত প্রতি শিফটে ডিউটি করেন দুজন করে নার্স। কোনো রোগীর অবস্থা খারাপ হলে জরুরি বিভাগের মেডিকেল অফিসারকে ডেকে আনতে হয়। বলা যায়, ইনডোর রোগীদের একমাত্র ভরসা নার্সরা। নার্সের ওপর ভরসা করেই প্রতিদিন ১০০ শয্যার হাসপাতালে ১৮০-২০০ রোগী ভর্তি থাকেন। এদিকে আউটডোরে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী দেখতে হয়। সংকটের এখানেই শেষ নয়, দীর্ঘদিন ধরে সনোলজিস্ট না থাকায় আল্ট্রাসনোগ্রাম মেশিনটি বিকল পড়ে আছে। পুরো হাসপাতাল এলাকায় ময়লা ফেলার জন্য নেই ডাস্টবিন। হাসপাতাল সূত্রে জানা যায়, ৪৩ জন ডাক্তারের স্থলে মাত্র ১৭ জন কর্মরত আছেন। তার মধ্যে নয়জনই ধার করা। নেই শিশু বিশেষজ্ঞ। একজন সার্জারি এবং গাইনি বিশেষজ্ঞ আছেন একজন করে। পরিচ্ছন্নতা কর্মীও অপ্রতুল। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এএসএম মাহবুবুর রহমান বলেন, ডাক্তার সংকটের জন্যই ইনডোর রাউন্ড বাড়াতে পারছেন না। জরুরি বিভাগেও চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। চাইলেও কাক্সিক্ষত সেবা দিতে পারছি না। অচিরেই ইনডোরে আরেকটা রাউন্ডের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন তিনি।

সর্বশেষ খবর