মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রধান শিক্ষক-সভাপতি দ্বন্দ্বে স্কুলের কার্যক্রম ব্যাহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে স্কুল ফান্ডের টাকায় সভাপতির নামে জমি কেনার অভিযোগ উঠেছে। ওই জমি স্কুলের নামে লিখে দিতে বলায় প্রধান শিক্ষকের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি। একই সঙ্গে তিনি স্কুলের রেজুলেশন খাতা, ব্যাংক একাউন্টের চেকবইসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। ঘটনাটি ঘটেছে শিবপুর উপজেলার খৈনকুট উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক-সভাপতির দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে স্কুলের স্বাভাবিক কার্যক্রম। অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের সভাপতি মজিবুর রহমান।

প্রধান শিক্ষক ফাসাদ মিয়া বলেন, স্কুল ফান্ডের টাকায় কেনা জমি সভাপতি স্কুলের নামে লিখে দিচ্ছে না। এটা বলাতেই তিনি ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। সভাপতি মজিবুর রহমান খৈনকুটী বলেন, প্রধান শিক্ষক ফাসাদ মিয়া নানা অনিয়মে জড়িত। দুর্নীতি প্রমাণ মেলায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ইউএনও হুমায়ন কবির বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এক পক্ষের বক্তব্য শুনেছি। অপরপক্ষের বক্তব্য শোনা হবে। তারপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর