শিরোনাম
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

অস্ত্র মামলায় যাবজ্জীবন

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় হাফিজুর রহমান ওরফে চতুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল কুষ্টিয়ার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় দেন। হাফিজুর ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি ভেড়ামারার উপজেলার নওদাপাড়া এলাকার একটি মুদি দোকান থেকে অস্ত্রসহ হাফিজুর রহমানকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় মামলা করে পুলিশ। দ-প্রাপ্ত হাফিজুর রায় ঘোষণাকালে পলাতক রয়েছে।

-কুষ্টিয়া প্রতিনিধি

ভাঙ্গায় সংঘর্ষে আহত ১০

ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লায় গতকাল জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, হোগলাডাঙ্গী সদরদী মহল্লার আবু তালেব ফকিরের সঙ্গে জমি নিয়ে ওহাব মোড়লের দীর্ঘদিনের বিরোধ ছিল। সকালে বিরোধপূর্ণ ওই জমি থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। তাদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভাঙ্গা থানার কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

-ভাঙ্গা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর