মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করলেন ইয়াবা কারবারি

জমা দিলেন ২১ হাজার ইয়াবা ও ১০টি অস্ত্র

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় দফায় ২১ জন ইয়াবা ও হুন্ডি কারবারী আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২১ হাজার ইয়াবা ও ১০টি অস্ত্র জমা দেন। টেকনাফ ডিগ্রী কলেজমাঠে গতকাল বিকালে এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পর তাদের কারাগারে পাঠানো হয়। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাংবাদিক তোফায়েল আহমদ। আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও হুন্ডি কারবারীরা হলেন- আবুল কালাম, আব্দুল আমিন, ইদ্রিস, ইসমাঈল, সাদ্দাম, বশির আহমদ, আব্দুল গফুর, রিদুওয়ান, মোহাম্মদ তৈয়ব, নুর মোহাম্মদ, ঈমান হোছন, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, মোহাম্মদ রাসেল, ফজল করিম, আব্দুল নুর, জাহেদ উল্লাহ, মো. হোসেন ও মিজানুর রহমান।

প্রসঙ্গত গত বছরের ১৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০২ জন ইয়াবা কারবারী টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছিলেন। একই দিন আত্মসমর্পণ করা ইয়াবা কারবারীদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছিল। গত ২০ জানুয়ারি সেই মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আত্মসমর্পণকারী ১০২ মাদক কারবারীর মধ্যে অসুস্থতায় একজন মারা গেছেন। বাকিরা কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর