শিরোনাম
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চাঁদাবাজির প্রতিবাদে রাঙামাটিতে বাস বন্ধ

রাঙামাটি প্রতিনিধি

মোটরমালিক সমিতির অব্যাহত চাঁদাবাজি এবং যাত্রী হয়রানির অভিযোগে বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন সংগঠনের নেতারা। আকস্মিক ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামগামী যাত্রীরা। রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির নেতা ইমতিয়াজ সিদ্দিকী আসাদ জানান, চট্টগ্রাম-রাঙামাটি মোটরমালিক সমিতি একটি অবৈধ সংগঠন। বছরের পর বছর রাঙামাটিবাসীকে জিম্মি করে রেখেছে তারা। রাঙামাটি ব্যবসায়ী সমিতির নেতা আনোয়ার মিয়া বানু জানান, এই সংগঠনের একক আধিপত্য ও সন্ত্রাসী কর্মকান্ডের কারণে রাঙামাটিতে বিলাসবহুল বাস সার্ভিস চালু করতে পারছে না কোম্পানিগুলো। প্রতিটি বাস কোম্পানির কাছ থেকে ৪ লাখ টাকা করে চাঁদা আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মোটরমালিক সমিতির নেতারা। তাদের কারণে পাহাড়ের মানুষ জিম্মি হয়ে পড়েছে। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির রাঙামাটি অংশের সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছিলাম। চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধসহ বিলাসবহুল বাস সার্ভিস চালুর ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছিল। তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

সর্বশেষ খবর