শিরোনাম
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
পর্দা কেলেঙ্কারি

জামিন বাতিল করে দুই ভাইকে হাজতে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত পর্দা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত দুই ভাইয়ের জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন ও তার ভাই ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ জামিন প্রার্থনা করেন। বিচারক দুই ভাইয়ের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান। এর আগে হাইকোর্ট থেকে দুই ভাই ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। গতকাল ছিল জামিন মেয়াদের শেষ দিন। প্রসঙ্গত হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক, দুই ঠিকাদার, একজন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ২৭ নভেম্বর মামলা করে দুদক। এ মামলায় সম্প্রতি তিন চিকিৎসক আদালতে হাজির হলে           তাদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠায় জেলা ও দায়রা জজ আদালত। পরে তারা হাইকোর্ট থেকে জামিন নেন।

সর্বশেষ খবর