বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

আরও তিন মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরে ছাত্রলীগের সভা করাকে কেন্দ্র করে একই দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি আরও তিনটি মামলা হয়েছে। সোমবার রাতে করা এ সব মামলায় ১৪৪ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ চারজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে গত রবিবার দুটি মামলায় ৭১ জনকে আসামি করা হয়। ওই মামলায় সাতজনকে পুলিশ গ্রেফতার করে। তারা জেলহাজতে রয়েছেন। সোমবার গ্রেফতাররা হলেন- শহরের গয়লা এলাকার আল আমিন, একডালা মহল্লার সেজান, এব্রা ও সুমন। সদর থানার ওসি জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, একডালা মধ্যপাড়ার সুমন এবং সাব্বির ভাঙচুর, লুটপাট ও মারপিটের অভিযোগ এনে সোমবার রাতে মামলা তিনটি করেন। মামলার নথি থেকে জানা যায়, গত শনিবার বিকালে শহরের একডালা এলাকায় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের একটি অংশ সভা করে। সভার বিষয়টি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের জানা ছিল না। যে কারণে তিনি সভাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর