বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চার শিক্ষার্থীসহ নিহত ১০

প্রতিদিন ডেস্ক

চার শিক্ষার্থীসহ নিহত ১০

রাজশাহী ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চার স্কুলছাত্র নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, টাঙ্গাইল, চাঁদপুর ও দিনাজপুরে সড়কে প্রাণ গেছে আরও ছয়জনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : গোদাগাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলগামী দুই শিশু নিহত হয়েছে। গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গোদাগাড়ী উপজেলার রাতারবাড়ি গ্রামের হামিদুর রহমানের ছেলে আবদুল আলিম সোহাগ (১২) ও আলমগীর হোসেনের ছেলে সুমন (১১)। তারা গোদাগাড়ীর নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ফরিদপুর : ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক ছাত্র। ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নে বনগ্রাম-সমেশপুর সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পালিয়ে গেছে চালক। নিহতরা হলÑ বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সমেশপুর গ্রামের ফারুকের ছেলে বাবু (১২) ও আব্দুর সরদারের ছেলে সপ্তম শ্রেণির আসিফ (১৩)।

চট্টগ্রাম : সীতাকুন্ডের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপের তিন আরোহীর মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুরুল আমিন (৫৫), ফজলু বেপারী (৬০) ও মোহাম্মদ হান্নান (৪২)। জানা যায়, ঢাকামুখী কাঁচামরিচ বোঝাই একটি পিকআপকে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন।

টাঙ্গাইল : শহরে সিএন্ডবি মোড় এলাকায় গতকাল বাসের ধাক্কায় আরমান রায়হান নামে এক পুলিশ কনসটেবলের মৃত্যু হয়। রায়হান নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সা’দত কলেজের বাসের সঙ্গে ধাক্কা লাগে রায়হানের। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

চাঁদপুর : সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায় গতকাল সকালে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নুর মোহাম্মদ (৭৫) নামে ঠিকাদার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও ৪ যাত্রী।

দিনাজপুর : ঠাকুরগাঁও-দিনাজপুরের মহাসড়কের কাহারোলে দুই ট্রাকের সংঘর্ষে ফারুক হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। কাহারোল উপজেলার ভাতগাঁ ব্রিজের ওপর গতকাল এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর