বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘জ্ঞান সমৃদ্ধ করতে লাইব্রেরিতে যেতে হবে’

ময়মনসিংহ প্রতিনিধ

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হলে অবশ্যই পাঠাগারে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘জ্ঞানের সংক্ষিপ্ত উৎস হচ্ছে পাঠ্যবই। এর বাইরে যে বইগুলো আছে তা হচ্ছে বিস্তৃত জ্ঞানের উৎস। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি বাইরের বইগুলোতে কি আছে তা জানতে হবে ও শিখতে হবে।’ গতকাল  বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমর কান্তি বসাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এ. কে. এম নাছির উদ্দিন, মো. রফিকুল ইসলাম।

সভায় প্রধান আলোচক ছিলেন মো. গোলাম সারোয়ার। স্বাগত বক্তব্য রাখেন মো. সালাউদ্দিন। বক্তব্য শেষে গণগ্রন্থাগার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।   

এর আগে, দিবসটি উপলক্ষে ‘পড়ব বই, গড়ব দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় র‌্যালি বের করা হয়।

সর্বশেষ খবর