শিরোনাম
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

খোলা আকাশের নিচে পাঠদান

নওগাঁ প্রতিনিধি

খোলা আকাশের নিচে পাঠদান

নওগাঁর রানীনগরের পঘাষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটসহ রয়েছে নানা সমস্যা। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষকরা খোলা আকাশের নিচে কাপড় টাঙিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষক মোজাহার হোসেন বলেন, কক্ষ সংকট শিক্ষার পরিবেশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এ সমস্যা দূর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল বলেন, ওই বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। সমস্যাগুলো সমাধানের জন্য কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছি। স্থানীয় এমপি ইসরাফিল আলম বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক মানসম্মত ও আইসিটি সুবিধাযুক্ত একটি ভবন নির্মাণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর