শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত, সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত, সড়ক অবরোধ

ময়মনসিংহের ত্রিশালে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত এবং সহপাঠীদের মারধরের প্রতিবাদে ত্রিশাল-নান্দাইল সড়ক গতকাল অবরোধ করে শিক্ষার্থীরা। এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। জানা যায়, ত্রিশাল উপজেলার শুকতারা বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর দিন থেকে বালিপাড়া থেকে আসা পরীক্ষার্থীদের হলে প্রবেশের আগে ও পরে বখাটেরা উত্ত্যক্ত করে আসছিল। তারা মেয়েদের মোবাইল নম্বর চাওয়া, ওড়না ধরে টানাটানি ও অশ্লীল ভাষায় তাদের কথা বলতো। গতকাল দুপুরে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় বখাটে মুস্তফার নেতৃত্বে কয়েকজন বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় সঙ্গে থাকা সহপাঠী জাহিদ, রফিকুল প্রতিবাদ করলে বখাটেরা তাদের মারধর করে প্রবেশপত্রসহ কাগজপত্র ও শার্ট ছিঁড়ে ফেলে ও মোবাইল ছিনিয়ে নেয়। ত্রিশাল থানা ওসি জানান, সড়ক অবরোধের কথা শুনে ত্রিশাল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর