শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বন্ধ হয়নি গ্যাস নির্গমন

ঘটনাস্থলে পেট্রোবাংলার টিম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বন্ধ হয়নি গ্যাস নির্গমন

ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউপির শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের কূপ থেকে গতকালও অবিরাম বের হয়েছে গ্যাস। সঙ্গে উঠছে বালি ও পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাতে ঘটনাস্থলে এসেছে পেট্রোবাংলার চার সদস্যের টেকনিক্যাল টিম। তারা পরীক্ষা করে দেখছেন এবং ঢাকায়ও স্যাম্পল পাঠাবেন পরীক্ষা করার জন্য। আরও কয়েকজন টেকনিক্যাল কর্মকর্তা আসবেন পর্যবেক্ষণে। ঢাকা থেকে আসা টেকনিক্যাল টিমের সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে তারা অপারগতা প্রকাশ করেন। সালদা গ্যাস ফিল্ডের প্লান্ট অপারেটর রেজাউল ইসলাম বলেন, বুধবার গভীর রাত থেকে পেট্রোবাংলার টিম স্যাম্পল সংগ্রহের কাজ করছেন। বিকট শব্দ এবং প্রচ- বেগে গ্যাস-পানি ও বালি উঠার কারণে কাজ করতে তাদের বেগ পেতে হচ্ছে। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর বোঝা যাবে কি সিদ্ধান্ত নেবে বাপেক্স কর্র্তৃপক্ষ। আমরা ভাল খবর পাব বলে আশা করছি। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূইয়া জীবন জানান, বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদকে জানানো হয়েছে। কসবার ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন বলেন, দুই দিন ধরে গ্যাস বের হলেও কোনোভাবে তা বন্ধ করা যাচ্ছে না। পেট্রোবাংলা থেকে আসা টিম কাজ করছে। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার থেকে বিকট শব্দে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে নতুন বসানো নলকূপ থেকে গ্যাস নির্গত হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়ের দুটি ভবন। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কসবা থানা পুলিশ ও বিজিবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর