শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সড়কে গেল ৮ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। সিলেট : দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় গতকাল সকালে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত শাফিয়া খাতুন (৪৫) দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেনের স্ত্রী। বরিশাল : বরিশাল-ভোলা সড়কের বাইসাইকেলের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এর আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর বেলা ১২টা ৫ মিনিটে শেরেবাংলা মেডিকেলে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী সম্রাটও গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মো. সাব্বির (৩২)। তিনি সদর উপজেলার দিনার এলাকার মোস্তফা জামালের ছেলে। নওগাঁ : পত্নীতলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সুলতান আহম্মেদ পত্নীতলা উপজেলার কুতুরা এলকার আবদুল জব্বারের ছেলে। সাতক্ষীরা : ভোমরা স্থলবন্দরে দুই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গতকাল শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছেন। দুলাল সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে। ঝিনাইদহ : শৈলকুপার ভাটই বাজার এলাকায় নছিমনের ধাক্কায় সৈকত হোসেন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।  শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। উপজেলার বর্মছড়া চা বাগান এলাকা এবং শাহাজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ সনাতন কর্মকার ও বাছিদ মিয়া। রংপুর : তারাগঞ্জে বাসের ধাক্কায় ওমর আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তারাগঞ্জে হাঁটতে বের হলে বাসের ধাক্কায় আহত হন ওই বৃদ্ধ। তাকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

ওমর আলীর বাড়ি ইকরচালী গ্রামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর